সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, দেশব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি শিশুর স্বাস্থ্য সুরক্ষায় একটি মাইলফলক উদ্যোগ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে টিকাদানের যে ক্যাম্পেইন এতবছর পর আমরা শুরু করতে যাচ্ছি এটা আমাদের জন্য সুখবর। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন শিশু, কিশোর, কিশোরী ক্লাব, প্রতিবন্ধী স্কুলে যে সমস্ত বাচ্চারা আছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে এই টিকাদান ক্যাম্পেইন তাদের কাছে পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা। রোববার (১২ অক্টোবর) ঢাকার আজিমপুর স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ এর শুভ উদ্বোধন করেন। বাংলাদেশে প্রথমবারের মতো আজ থেকে...