নারীদের স্বর্ণের অলংকারের প্রতি একটি বিশেষ আকর্ষণ থাকে। এজন্য দেশের মানুষের বিশাল একটা অংশের নজর থাকে স্বর্ণের দামের প্রতি। কিন্তু শুধু ডিজাইন দেখে গহনা কিনলেই হয় না, তার গুণমান সম্পর্কেও সচেতন থাকা দরকার। কারণ স্বর্ণ হলো আজীবনের বিনিয়োগ। এদিকে ক্রমাগত স্বর্ণের দাম বেড়ে চলছে। শুধু অলংকার হিসেবেই নয়, বিপদের সময়ে ত্রাতা হয়ে উঠতে পারে এ স্বর্ণ। তবে এখন দোকানে গেলে গহনা বিক্রেতারা নানা ধরনের স্বর্ণের গহনা দেখান। ১৪ ক্যারেট, ১৮ ক্যারেট, ২২ ক্যারেটের স্বর্ণের গহনা রয়েছে। তবে এ ক্যারেটের মধ্যে একটা পার্থক্য রয়েছে। সব থেকে বিশুদ্ধ সোনা হলো ২৪ ক্যারেটের। এটি নিখাদ সোনা হয়। তবে ২৪ ক্যারেটের সোনা দিয়ে গহনা তৈরি করা যায় না। সোনার গহনা তৈরি হয় ২২ ক্যারেটের সোনা দিয়ে। এছাড়া বর্তমানে ১৮ ও ১৪ ক্যারেটের সোনা দিয়েও...