গাজীপুর সিটি করপোরেশনের উদ্যোগে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকালে টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের সভাপতি ডা. সাইদুর ইসলাম সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, প্রধান সমাজকল্যাণ কর্মকর্তা মোহাম্মদ মুশফিকা হাসনিন চৌধুরী, প্রধান নগর পরিকল্পনাবিদ ড. সায়েকা বিনতে আলম, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর সারভিলেন্স ও ইমিউনাইজেশন মেডিকেল অফিসার ডা. মাহবুবা সুলতানা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, টাইফয়েড একটি প্রাণঘাতী রোগ হলেও টিকার মাধ্যমে এটি সম্পূর্ণভাবে প্রতিরোধযোগ্য। এ কর্মসূচির মাধ্যমে গাজীপুরের প্রতিটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী হবে। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা...