কক্সবাজারের উখিয়ার আশ্রয়শিবির থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তবে অভিযানের সময় সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। শনিবার (১১ অক্টোবর) মধ্য রাতে উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর এম/১৫ ব্লকের মরা পাহাড়ের নিচে রাস্তার ওপর থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। রবিবার বিকাল ৫টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ৮ এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া গেছে— ক্যাম্প-১৮ এর এম/১৫ ব্লকের মরা পাহাড়ের নিচে কয়েকজন অজ্ঞাত রোহিঙ্গা সন্ত্রাসী অস্ত্রসহ অবস্থান করছে। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছালে সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। এ কর্মকর্তা বলেন, পরে ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক,...