ব্যবহারের সঠিক কৌশলমুখ ভালোভাবে পরিষ্কার করে ময়েশ্চারাইজার লাগান। ফাউন্ডেশনের আগে বা পরে কনসিলার ব্যবহার করুন, প্রয়োজন অনুযায়ী। আঙুল, ব্রাশ বা বিউটি ব্লেন্ডার দিয়ে আলতোভাবে ব্লেন্ড করুন। সেটিং পাউডার ব্যবহার করলে মেকআপ আরও স্থায়ী হয়। তবে ফাউন্ডেশন ব্যবহারের পরে কনসিলার ব্যবহার করা বেশি ভালো। যদি পরে ব্যবহার করেন তাতে ফাউন্ডেশন লাগানোর সময় কনসিলার ছড়িয়ে যাওয়ার বা বেশি ব্লেন্ড হয়ে যাওয়ার আশঙ্কা থাকে না।ব্রণ কিংবা ত্বকের কালো দাগ কনসিলার দিয়ে ঢাকার জন্য আপনি ছোট কনসিলার ব্রাশও ব্যবহার করতে পারেন।কালো দাগের ওপর অল্প পরিমাণে কনসিলার ব্রাশ দিয়ে ত্বকে লাগিয়ে দিন। গ্রিন কনসিলার দিয়ে ত্বকের কালো দাগ ঢাকতে পারেন। ত্বকে কনসিলার ভালোভাবে সেট করার জন্য পাউডার স্পঞ্জ ব্যবহার করতে পারেন। স্পঞ্জে সামান্য পাউডার নিয়ে নিন, তারপর সেটি কনসিলার লাগানো স্থানগুলোতে ব্যবহার করুন। আর বাকি...