চলতি অক্টোবরের ১১ দিনে প্রবাসী আয় এসেছে ৯৮ কোটি ৬৭ লাখ ১০ হাজার ডলার। যা প্রতি ডলার ১২১.৭৫ টাকা দরে বাংলাদেশের মুদ্রায় প্রায় ১২ হাজার ২৪ কোটি টাকা। রোববার (১২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক এই তথ্য প্রকাশ করেছে। অক্টোবর মাসেও প্রবাসী আয়ের উচ্চ ধারা অব্যাহত রয়েছে। অক্টোবরের ১১ দিনে প্রতিদিন প্রবাসীরা পাঠিয়েছেন ৮ কোটি ৯৭ লাখ ৮২ হাজার ৭২৭ ডলার। এর তুলনায়, গত বছরের একই সময়ে প্রবাসী আয়ের পরিমাণ ছিল ৭ কোটি ৯৮ লাখ ৩৬ হাজার ডলার। আর আগের মাস সেপ্টেম্বরে প্রতিদিন প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছিলেন ৮ কোটি ৯৫ লাখ ২৯ হাজার ৩৩৩ মার্কিন ডলার। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলো: ২০ কোটি ১১ লাখ ২০ হাজার ডলার বাংলাদেশ কৃষি ব্যাংক (রাষ্ট্রায়ত্ত...