কখনো কখনো একটি সাফল্য হয়ে ওঠে প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণার গল্প। ২০১৮–১৯ সালে প্রথমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আয়োজিত হয় হাল্ট প্রাইজ প্রতিযোগিতা। শুরুতে এটি সীমাবদ্ধ ছিল অন-ক্যাম্পাস পর্যায়ের প্রতিযোগিতা আয়োজনেই, যেখানে বিজয়ী দল জাতীয় পর্বে অংশ নেওয়ার সুযোগ পেত। তবে সময়ের সঙ্গে সঙ্গে এর কার্যক্রমের ব্যাপ্তি ও প্রভাব বেড়েছে বহুগুণ।হাল্ট প্রাইজকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় ব্যবসায় উদ্যোগ প্রতিযোগিতা। যৌথভাবে এর আয়োজক জাতিসংঘ ও বিল ক্লিনটন ফাউন্ডেশন। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম হাফিংটন পোস্ট একে আখ্যায়িত করেছে ‘শিক্ষার্থীদের নোবেল পুরস্কার’ হিসেবে। এ বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হাল্ট প্রাইজ দক্ষিণ এশিয়া অঞ্চলে ‘প্রোগ্রাম অব দ্য ইয়ার’ খেতাব অর্জন করেছে। আঞ্চলিক শ্রেষ্ঠত্বের এই মুকুট পরতে তারা পেছনে ফেলেছে ভারত, পাকিস্তান, নেপাল ও বাংলাদেশের দুই হাজারেরও বেশি বিশ্ববিদ্যালয়কে। এমন একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে শীর্ষস্থানে আসা শুধু চবির জন্য...