১২ অক্টোবর ২০২৫, ০৮:২৮ পিএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ০৮:২৮ পিএম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কারো কারো ‘সেফ এক্সিট’ নিয়ে ছোঁড়া অভিযোগ থেকে সরছে না জাতীয় নাগরিক পার্টি- এনসিপি। এখন পর্যন্ত দুঃখও প্রকাশ করেনি তারা। কোনো সংশোধনীও দেয়নি। এ নিয়ে চলছে তোলপাড়। আলোচনা-সমালোচনার ধুমও তুঙ্গে। পর্দার আড়ালে কী ঘটতে যাচ্ছে, এ কানাঘুষা বিস্তর। মূলধারার গণমাধ্যমে নানা সংবাদ ও বিশ্লেষণ। স্যোশাল মিডিয়ায় তো অন্তহীন নেরেটিভ। সঙ্গে গুজব-গুঞ্জন। উপদেষ্টারা অনেকটা খামোশ। কী বলে ফেঁসে যাওয়ার ভয়ে চুপ মেরে থাকা। কারণ, এ অভিযোগ করা এনসিপি নেতা নাহিদ ইসলাম তো কারো নাম বলেননি। কাজেই প্রতিক্রিয়া দেয়া মানে ‘ঠাকুর ঘরে কে?’ অবস্থা হওয়ার ঝুঁকি। এ অবস্থার মাঝেও পরিবেশ এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজছে, নাহিদ ইসলামের এই বক্তব্য তাকেই প্রমাণ...