জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির দ্বিতীয় আসরের শিরোপা জিতল রংপুর বিভাগ। আজ রোববার (১২ অক্টোবর) খুলনা বিভাগকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হলো রংপুর। প্রতিযোগিতার প্রথম আসরের শিরোপাও তারা জিতেছিল। দাপুটে ক্রিকেটে এবারও শিরোপা নিজেদের ঘরে তুললো রংপুর। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে খুলনা বিভাগ ৮ উইকেটে ১৩৬ রান করে। জবাবে ৩ ওভার আগে জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর। ব্যাটিং-বোলিংয়ে সমানতালে পারফর্ম করেছে রংপুর। শিরোপা নির্ধারণী ম্যাচে খুলনাকে কোন সুযোগ দেয়নি তারা।আরো পড়ুন:শিরোপা জিততে রংপুরের টার্গেট ১৩৭ রানটস হেরে ব্যাটিংয়ে খুলনা ব্যাটিংয়ে দুই ওপেনার জাহিদ ও নাসির কোন চাপ না নিয়ে অনায়েসে রান করেন। ৭ ওভারে ৬১ রান আসে ওপেনিং জুটি থেকে। জাহিদ ২৭ রানে আউট হলে ভাঙে জুটি। সঙ্গী হারানোর পর নাসির এগিয়ে যান ফিফটির পথে। কিন্তু ৪...