গাদ্দাফি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের প্রথম দিনের শেষে পাকিস্তানের সংগ্রহ ৩১৩ রান, হাতে আছে আরও পাঁচ উইকেট। শুরুর ধাক্কা সামলে মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগার শান্ত ইনিংসেই দিনটা নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।লাহোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। ইনিংসের প্রথম ওভারেই কাগিসো রাবাদার বলে এলবিডব্লিউ হন ওপেনার আবদুল্লাহ শফিক (২)।এরপর দলকে স্থিতিশীলতা এনে দেন দুই অভিজ্ঞ ব্যাটার — অধিনায়ক শান মাসুদ ও ইমাম-উল-হক। দুজনের ১৬১ রানের দুর্দান্ত জুটি দলকে বিপদমুক্ত করে। ইমাম তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ১০ম অর্ধশতক, আর শান মাসুদও পৌঁছান ১২তম ফিফটিতে। তবে বড় ইনিংসের পথে বাধা হয়ে দাঁড়ান প্রেনেলান সুব্রায়েন; ৭৬ রানে বিদায় নেন শান (৯ চার, ১ ছয়)।শানের বিদায়ের পর মাঠে নামেন বাবর আজম। শুরু থেকেই খেলেন...