জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা জনগণের প্রত্যাশা পূরণের বদলে নিজেদের স্বার্থসিদ্ধিতেই ব্যস্ত হয়ে পড়েছেন। তিনি অভিযোগ করেন, এই সরকার দেশের শিক্ষা ব্যবস্থা ও সাধারণ মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে। রোববার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের চলমান অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন তিনি। সামান্তা শারমিন বলেন, অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় এনেছে দেশের ছাত্র, শিক্ষক ও সাধারণ মানুষ। কিন্তু এখন শুনছি তারা ৩০০ কোটি টাকা ব্যয়ে মন্ত্রণালয়ের গাড়ি কিনছেন, অথচ শিক্ষকদের বেতন-ভাতা বাড়ানোর দাবি তুললেই বলে, সরকারের টাকা নেই! তিনি আরও বলেন, আমরা ভেবেছিলাম এই সরকার জনগণের পাশে থাকবে, কিন্তু এখন তারা শিক্ষাব্যবস্থার বিপক্ষে দাঁড়িয়েছে। শিক্ষা কমিশন গঠন না করা সরকারের উদাসীনতার বড় প্রমাণ। এনসিপি নেত্রী বলেন, শেখ হাসিনার...