মাদারীপুরে ইসলামী ব্যাংকের একটি শাখায় গিয়ে কর্মকর্তাদের টেনেহিঁচড়ে বের করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর এক নেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালের এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়েছে। জামায়াতের ওই নেতার নাম আবদুর রহিম। তিনি দলটির মাদারীপুর পৌর শাখার নায়েবে আমির। মাদারীপুর পুরান বাজার কাজীর মোড়ের ডি এম টেইলার্সের মালিক তিনি। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আবদুর রহিম তার অনুসারীদের নিয়ে মাদারীপুর শহরের পুরান বাজার ইসলামী ব্যাংকের শাখায় প্রবেশ করেন। পরে তিনি ব্যাংকের ব্যবস্থাপকের কক্ষে প্রবেশ করেন। ব্যবস্থাপক ও কর্মকর্তাদের উদ্দেশে তিনি বক্তব্য দেন। এ সময় তাকে বলতে শোনা যায়, “কাল থেকে যেন তারা (এস আলমের সময়কালে নিয়োগ পাওয়া কর্মকর্তা) ব্যাংকে না আসে। এস আলমের কোনো লোক এই ব্যাংকে থাকতে পারবে না। আজ (বৃহস্পতিবার) সন্ধ্যার মধ্যে তাদের আর...