বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছেন সরকারি ১১-২০ গ্রেডের চাকরিজীবীরা। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেল বাস্তবায়নে সময়সীমা বেঁধে দিয়েছেন তারা। তাদের পক্ষ থেকে সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ২৮ হাজার টাকা ধরে ১৩ গ্রেডের নতুন বেতন কাঠামোর প্রস্তাব করা হয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে গঠিত ‘জাতীয় বেতন কমিশন, ২০২৫’ এর কাছে বেশকিছু দাবিও জানিয়েছেন সরকারি ১১-২০ গ্রেডের চাকরিজীবীরা। সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজেদের দাবিগুলো তুলে ধরে ১১-২০ গ্রেড সরকারি চাকরিজীবী ফোরামের সদস্যরা। তাদের দাবির মধ্যে রয়েছে, ঢাকা সিটি করপোরেশন এলাকায় বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৮০ শতাংশ দাবি করা হয়েছে। এ ছাড়া অন্য সিটি করপোরেশন এলাকায় ৭০ শতাংশ এবং অন্য এলাকায় ৬০...