টেস্ট কিংবা টি-টোয়েন্টির দীর্ঘ বা সংক্ষিপ্ত সংস্করণ নয়, বাংলাদেশের প্রিয় সংস্করণ ওয়ানডে। দেশের ক্রিকেটের যতটুকু সাফল্য সেটির বেশির ভাগ এই সংস্করণেই। কিন্তু গত বছর দুয়েক প্রিয় সেই সংস্করণেও রং হারিয়েছে বাংলাদেশ। সবশেষ খেলা ১০ ম্যাচের মধ্যে জিতেছে মাত্র দুটি ম্যাচে। এতে শঙ্কা তৈরি হয়েছে আগামী বছর অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে। বিশ্বকাপে খেলার সমীকরণ মেলানোর লক্ষ্যেই আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। কিন্তু প্রথম দুই ম্যাচেই ব্যাটিং ব্যর্থতায় হেরে সিরিজ খুইয়েছে মেহেদী হাসান মিরাজের দল। সামনে এখন অপেক্ষা করছে কঠিন সমীকরণ। ২০২৭ সালে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে র্যাঙ্কিংয়ের সেরা আট দল। এর বাইরে খেলবে স্বাগতিক তিন দেশ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। এখন স্বাগতিক দক্ষিণ আফ্রিকা যদি র্যাঙ্কিংয়ে সেরা আটের মধ্যে থাকে, তাহলে র্যাঙ্কিং বিবেচনায়...