চট্টগ্রাম থেকে আবারও আকাশে উড়তে পারে থাই এয়ারওয়েজ— এমন আশাবাদ ব্যক্ত করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।ফ্লাইট পুনরায় চালুর এই প্রত্যাশাকে ঘিরে রোববার (১২ অক্টোবর) দুপুরে রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য ‘থাই কমার্শিয়াল কনফারেন্স’।থাই এয়ারওয়েজের জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) এয়ার গ্যালাক্সি-এর আয়োজনে আয়োজিত এ কনফারেন্সে মিলিত হন চট্টগ্রামের শীর্ষ ট্রাভেল এজেন্সির মালিকরা।অনুষ্ঠানে থাই এয়ারওয়েজের বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তানের টিম লিড মিস থিকাম্পর্ন বেনিয়াপিকুল প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নত সেবা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।বেপরোয়া গতির বাস-ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ, নিহত ১অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকক সেলস প্রতিনিধি মিস প্রাপাকর্ন কুম্পিতাক ও গ্যালাক্সি গ্রুপের সিনিয়র ম্যানেজার (করপোরেট অ্যাফেয়ার্স) মিস ওয়ামিয়া ওয়ালিদ।অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন এয়ার গ্যালাক্সির সিনিয়র এক্সিকিউটিভ মাহমুদুল হাসান নাঈম। বক্তব্য দেন সিনিয়র সেলস ম্যানেজার শফিউল আলম, চট্টগ্রাম ইনচার্জ মো. আসিফ চৌধুরী...