১৯৮৬ সালের পর চলতি বছর চট্টগ্রাম বন্দর ব্যবহারে মাশুল বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহন সচিব মোহাম্মদ ইউসুফ। তিনি বলেন, মাশুল কমানোর সুযোগ নেই। সমীক্ষার ভিত্তিতে মাশুল নির্ধারণ করা হয়েছে। আজ রোববার রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) মিলনায়তনে সমুদ্রগামী জাহাজ শিল্পের বিনিয়োগ সম্ভাবনা শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে মোহাম্মদ ইউসুফ এ কথা বলেন। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সমুদ্রগামী জাহাজ অ্যাসোসিয়েশনের সভাপতি আজম জে চৌধুরী। ইআরএফের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি দৌলত আক্তার। উপস্থাপনা ছিলেন ইআরএফের সাধারণ সম্পাদক আবুল কাশেম। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) চেয়ারম্যান জাইদী সাত্তার। গত প্রায় ৪০ বছরে মাশুল বাড়ানো হয়নি জানিয়ে মোহাম্মদ ইউসুফ বলেন, ১৯৮৬ সালের পর চলতি বছর চট্টগ্রাম বন্দর ব্যবহারে মাশুল বাড়ানো হয়েছে। গত...