রাজধানীর মিরপুরে অবস্থিত ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার লিমিটেড (আইসিসিএল) সবচেয়ে বড় লাইভ মিউজিক রেস্টুরেন্ট আইসিসিএল গোরমে চালু করা হয়েছে। এখানে ভোজনপ্রেমীরা অসাধারণ ও মুখরোচক সব খাবারের পাশাপাশি, লাইভ মিউজিক উপভোগ করার সুযোগ পাবেন। ১১ অক্টোবর এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই আইসিসিএল গোরমে চালু করা হয়।অনুষ্ঠানে সঙ্গীত শিল্পীদের লাইভ মিউজিকের মধ্য দিয়ে আইসিসিএল গোরমের কার্যক্রম চালু হয়। পাশাপাশি, লাইভ মিউজিক উপস্থাপনের জন্য সুবিশাল ও অত্যাধুনিক স্ক্রিনের ব্যবস্থা রয়েছে এখানে। একইসঙ্গে, অনন্য মিষ্টান্নের সমাহার ‘মিস্টিবেক’ চালু করা হয়েছে। আন্তর্জাতিক মানের এই কনভেনশন সেন্টারে এখন একই ছাদের নিচে মিলবে অসাধারণ সব খাবার। খুব শীঘ্রই আইসিসিএলে অথেনটিক ইন্ডিয়ান স্ট্রিট ফুডের আউটলেট ‘চাটওয়ালা’ আর বাচ্চাদের জন্য কিডস জোন চালু হতে যাচ্ছে। আইসিসিএলের কিচেনেও দেখা মিলবে অত্যাধুনিক সব প্রযুক্তির। দেশ ও দেশের বাইরের দক্ষ শেফরা এখানে...