পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা পৌরসভার নাগরিকদের মধ্যে কর সচেতনতা বৃদ্ধি ও বকেয়া কর আদায়ে বিশেষ উদ্যোগ হিসেবে পৌরকর মেলা-২০২৫ আয়োজন করা হয়েছে। আজ রবিবার (১২ অক্টোবর) দুপুরে কুয়াকাটা পৌরসভার উদ্যোগে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে এই মেলার উদ্বোধন করা হয়। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর প্রশাসক মো. ইয়াসীন সাদেক। আগামী ১৬ অক্টোবর পর্যন্ত চলবে এই কর মেলা।এসময় অন্যান্যের মধ্যে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । উপস্থিত নাগরিকগণ পৌরসভার এই উদ্যোগকে স্বাগত জানান। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি সচ্ছল ও কার্যকর পৌরসভা গঠনে নিয়মিত কর পরিশোধের বিকল্প নেই। সেবার মান উন্নীত করতে নাগরিকদের আরো দায়িত্ববান হতে হবে ।কুয়াকাটা পৌরসভার প্রশাসক ইয়াসিন সাদেক বলেন, পৌরবাসীর সেবার কার্যক্রম সচল রাখতে কর আদায় অত্যন্ত জরুরি। নাগরিকদের নিয়মিত কর পরিশোধ করে...