দেশে ক্রমবর্ধমান স্বর্ণের দাম ক্রমেই চোখে পড়ে। শুধু অলংকার হিসেবেই নয়, বিপদের সময়ে সোনা হতে পারে আর্থিক ত্রাতা। কিন্তু বাজারে বিভিন্ন ধরনের সোনার গহনা থাকায় অনেক সময় ক্রেতারা বিভ্রান্ত হন। ২৪ ক্যারেট: নিখাদ সোনা, সবচেয়ে বিশুদ্ধ। গহনা তৈরি করা যায় না। ২২ ক্যারেট: সাধারণত গহনা তৈরিতে ব্যবহৃত হয়। উজ্জ্বল সোনালি রঙের। গোল্ড বারগুলোর ওজন ০.৫ গ্রাম থেকে শুরু করে ৫ কেজি পর্যন্ত হয়ে থাকে। সাধারণ মানুষের মধ্যে ৮ গ্রাম, ১০ গ্রাম এবং ১ কেজি বার সবচেয়ে জনপ্রিয়। কেনার আগে বাজেট, বিনিয়োগের লক্ষ্য এবং নগদীকরণের প্রয়োজন অবশ্যই যাচাই করতে হবে। বিনিয়োগের উদ্দেশ্যে সোনা কেনার সময় বিশুদ্ধতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি নিশ্চিত করে যে আপনার অর্থের সঠিক মূল্য পেয়েছেন এবং বিক্রির সময় ভালো...