ইমাম-উল-হক ও শান মাসুদের দারুণ দুটি অর্ধশতক দৃঢ় ভিত গড়ে দিয়েছিল পাকিস্তানকে। কিন্তু সেই ভিত ভেঙে ৩৬ রানের মধ্যে ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরে দক্ষিণ আফ্রিকা।লাহোর টেস্টের প্রথম দিনের লড়াই রঙ পাল্টেছে একাধিকবার। তবে শেষ বিকেলে মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগার জুটিতে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। প্রথম দিনের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ৩১৩ রান। রিজওয়ান ১০৭ বলে ৬২ রানে অপরাজিত, যেখানে আছে দুটি ছক্কা ও দুটি চার। অন্যপ্রান্তে ৮৩ বলে ৫২ রানে ব্যাট করছেন সালমান, যিনি ইনিংসে মেরেছেন এক ছক্কা ও দুই চার। লাহোরে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে পাকিস্তান। ইনিংসের প্রথম ওভারেই কাগিসো রাবাদার বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন আব্দুল্লাহ শফিক। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। উইকেট ছিল শুষ্ক, দিন গড়ানোর সঙ্গে সঙ্গে ফাটল ধরা...