বিশাখাপত্তনমে নারী বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচ টস জিতে ব্যাট করতে নামা ভারতের ইনিংসের অষ্টম ওভারে স্মৃতি মান্ধানা বিশাল এক ছক্কা মারলেন অস্ট্রেলিয়ার সোফি মোলিনুকে, আর সেই ছক্কাতেই লেখা হয়ে গেল ইতিহাস। নারী ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডেতে এক পঞ্জিকাবর্ষে ১ হাজার রানের মাইলফলক পেরিয়ে গেলেন এই ব্যাটার। আগের ম্যাচেই অস্ট্রেলিয়ান কিংবদন্তী বেলিন্ডা ক্লার্কের ১৯৯৭ সালের গড়া রেকর্ড ৯৭০ রানকে ছাড়িয়ে গেছিলেন দারুণ ফর্মে থাকা মান্ধানা। ৯৮২ রান নিয়ে খেলতে নেমে ৬৬ বলে খেলেছেন ৮০ রানের ইনিংস। মাত্র দ্বিতীয় ভারতীয় হিসেবে ওয়ানডেতে ৫,০০০ রানও করেছেন তিনি। মাত্র ১১২ ম্যাচ খেলে এই মাইলফলক ছুয়েছেন, যা নারী ক্রিকেটের ইতিহাসে দ্রুততম। বয়সের দিক দিয়েও কম সময়ে...