তারা বলেন, সরকারের উচিত হবে দ্রুত এ প্রস্তাব প্রত্যাহার করে কিশোরগঞ্জের জনগণের কাছে জবাব দেওয়া। আমাদের জেলা প্রশাসনিকভাবে নয়, হৃদয়ে ঢাকারই অংশ। এ পরিচয় বদলাতে চাই না, বদলাতে দেব না। ময়মনসিংহে ফেরানোর চেষ্টা শুধু প্রশাসনিক ভুল নয়, এটি মানুষের অনুভূতিতে আঘাত।ইতিহাস বলছে, ১৮৬০ সালে কিশোরগঞ্জ প্রথম বৃহত্তর ময়মনসিংহ জেলার একটি মহকুমা হিসেবে প্রতিষ্ঠিত হয়। পরে ১৯৮৪ সালে কিশোরগঞ্জকে পৃথক করে স্বাধীন জেলা হিসেবে ঘোষণা করা হয়। তবে ভৌগোলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থা, প্রশাসনিক কাঠামো এবং বাণিজ্যিক কার্যক্রম—সব দিক থেকেই কিশোরগঞ্জ ঢাকার সঙ্গে বেশি যুক্ত।ঢাকা থেকে কিশোরগঞ্জের দূরত্ব প্রায় ১১০ কিলোমিটার হলেও কিশোরগঞ্জের প্রশাসনিক সংযুক্তি ঢাকার সঙ্গেই অধিক যুক্তিযুক্ত।বিক্ষোভ মিছিলে, জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক মো. জগলুল হাসান চয়নের পরিচালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, বড় বাজার ব্যবসায়ী...