মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সেনা সদস্যের অবিলম্বে গ্রেপ্তার ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের অধীনে বিচার নিশ্চিতের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মানববন্ধন করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার পাদদেশে এই কর্মসূচির আয়োজন করে জাবি শাখা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)।আরো পড়ুন:ক্লাস থেকে ডেকে নিয়ে শিক্ষার্থীদের মানববন্ধন করানোর অভিযোগখুলনায় শিশু জিসান হত্যা: আসামির বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ ক্লাস থেকে ডেকে নিয়ে শিক্ষার্থীদের মানববন্ধন করানোর অভিযোগ খুলনায় শিশু জিসান হত্যা: আসামির বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ এ সময় বাগছাস জাবি শাখা সদস্য এবং জাকসুর কার্যকরী সদস্য মোহাম্মদ আলী চিশতী বলেন, “বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী আমাদের সেনাবাহিনী। তাদের সমর্থনে জুলাই আন্দোলন সফল হয়েছে। সেনাবাহিনীর যারা জাতীয় বীর তাদের মূল্যায়ন করা হোক। তবে বিগত সময়ে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য গুম, খুন, হত্যা ও লুণ্ঠনের সঙ্গে জড়িত...