খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনে সদ্য নিয়োগপ্রাপ্ত প্রভাষকদের সঙ্গে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের পরিচিতি সভা হয়েছে।রোববার (১২ অক্টোবর) খুবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এই সভা হয়।নবাগত শিক্ষকদের স্বাগত জানিয়ে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শিক্ষকরা। তাই জাতির প্রত্যাশা পূরণে শিক্ষক হিসেবে সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল হতে হবে।তিনি আরও বলেন, শিক্ষার্থীদের প্রতি দায়িত্বশীল আচরণ, একাডেমিক শৃঙ্খলা এবং ইতিবাচক পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখতে হবে। শিক্ষাদানের পাশাপাশি গবেষণার ক্ষেত্রেও আত্মনিয়োগ করা অত্যন্ত জরুরি। গবেষণার আউটকাম আন্তর্জাতিক মানের জার্নালে প্রকাশের মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়কে বৈশ্বিক পরিমণ্ডলে দৃশ্যমান করতে হবে।শেবাচিমে আধুনিক ল্যাবরেটরি মেডিসিন বিভাগ চালুসভায় উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার অধ্যাপক ড. মো. নূরুন্নবী, আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক শেখ মাহমুদুল হাসান, ব্যবস্থাপনা ও ব্যবসায়...