ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির পর প্রয়োজন হলে গাজায় শান্তি নিশ্চিত ও রক্ষায় অংশ নিতে প্রস্তুত তুর্কি সেনাবাহিনী—এ ঘোষণা দিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। রোববার (১২ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ডেইলি সাবাহ। শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান যেভাবে গাজায় যুদ্ধবিরতির বাস্তবায়ন পর্যবেক্ষণে আন্তর্জাতিক মিশনে অংশ নেওয়ার কথা বলেছেন, তুর্কি সশস্ত্র বাহিনী (টিএসকে) যে কোনো দায়িত্ব পালনে প্রস্তুত। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানায়, আন্তর্জাতিক শান্তিরক্ষা অভিযানে দীর্ঘ অভিজ্ঞতা থাকা টিএসকে সবসময় ন্যায়পরায়ণতা ও পেশাদারিত্বের জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে সম্মান অর্জন করেছে। বিবৃতিতে বলা হয়, ‘তুর্কি সশস্ত্র বাহিনী অতীতেও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার অধীনে শান্তি ও নিরাপত্তা রক্ষায় অংশ নিয়ে সব পক্ষের আস্থা ও শ্রদ্ধা অর্জন করেছে। গাজার ক্ষেত্রেও আমরা একই দায়িত্ব নিতে প্রস্তুত।’ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেকি...