দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টেস্টের তৃতীয় দিনটা যেন দুই ভাগে বিভক্ত—প্রথমার্ধে কুলদীপ যাদবের ঘূর্ণির সামনে অসহায় ওয়েস্ট ইন্ডিজ, আর দিনের শেষে জন ক্যাম্পবেল ও শাই হোপের দৃঢ় প্রতিরোধে জেগে ওঠা লড়াইয়ের মানচিত্র। ভারত ফলোঅন করালেও অতিথিদের ব্যাটিং শেষে দিনটা শেষ হয়েছে সমতায়, বলা যায় মর্যাদা রক্ষা করে ফিরেছে ওয়েস্ট ইন্ডিজ।রোববার সকালে টেস্টের তৃতীয় দিনে প্রথম ইনিংসে ২৪৮ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। অনুকূল ব্যাটিং কন্ডিশনেও ভারতীয় স্পিনারদের দাপটে দাঁড়াতেই পারেননি অতিথি ব্যাটাররা। বামহাতি রিস্ট স্পিনার কুলদীপ যাদব তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম পাঁচ উইকেট—টেস্টে তার ঘূর্ণির নিখুঁত প্রদর্শনী যেন ভারতকে অনায়াসে এগিয়ে দেয় ম্যাচে।সকালের সেশনেই টেভিন ইমলাক ও শাই হোপকে ফিরিয়ে দেন কুলদীপ। দুজনই আগের দিন কিছুটা প্রতিরোধ গড়লেও নতুন দিনে সেই ধারাবাহিকতা রাখতে পারেননি। হোপকে কুলদীপের স্ট্রেট বল পরাস্ত করে,...