সীমান্তে রক্তক্ষয়ী সংঘাতের মধ্যেই পাকিস্তানসহ আঞ্চলিক দেশগুলোর সঙ্গে ইতিবাচক সম্পর্ক ও শান্তি চায় আফগানিস্তান। আজ রোববার (১২ অক্টোবর) ভারত সফরের দ্বিতীয় দিনে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এক সংবাদ সম্মেলনে একথা জানান। খবর এনডিটিভির। এনডিটিভির নারী সাংবাদিক গৌরী দ্বিবেদীর এক প্রশ্নের জবাবে মুত্তাকি বলেন, সীমান্ত সংঘাত সত্ত্বেও আফগানিস্তান বিশ্বাস করে পাকিস্তানের সরকার ও জনগণ শান্তিপ্রিয়। পাকিস্তানের কিছু নির্দিষ্ট গোষ্ঠী গোলযোগ সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু যেহেতু আমাদের সীমান্ত রক্ষার প্রশ্ন জড়িত, ফলে আমরা সঙ্গে সঙ্গে জবাব দিয়েছি। এর আগে আফগানিস্তান দাবি করে, শনিবার (১১ অক্টোবর) রাতভর ভূখণ্ড ও আকাশসীমা লঙ্ঘনের প্রতিক্রিয়ায় সীমান্তে অভিযানে ৫৮ জন পাকিস্তানি সেনাকে হত্যা করা হয়েছে। যদিও পাকিস্তান সরকার এই সংখ্যাকে অনেক কম দেখিয়ে ২৩ জন সেনা নিহত হওয়ার কথা জানায়। তাদের দাবি অনুযায়ী এই সংঘাতে প্রায়...