দ্বিতীয় টেস্টে ভারত আগে ব্যাট করতে নেমে যশস্বী জয়সওয়াল (১৭৫) ও শুভমান গিলের (১২৯*) সেঞ্চুরিতে ভর করে ৫ উইকেটে ৫১৮ রানে ইনিংস ঘোষণা করে। ভারতের রান পাহাড়ের জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৮১.৫ ওভারে ২৪৮ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ভারত তাদের ফলোঅন করায়। আর ফলোঅন করতে নেমে জন ক্যাম্পবেল ও শেই হোপের ব্যাটে প্রতিরোধ গড়েছে সফরকারীরা। ১৭ রানে প্রথম ও ৩৫ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর ক্যাম্পবেল-হোপ জুটি বাঁধেন। তারা অবিচ্ছিন্ন ১৩৮ রানের জুটি গড়ে তৃতীয় দিন শেষ করেন। ক্যাম্পবেল ৯ চার ও ২ ছক্কায় ৮৭ ও হোপ ৮ চার ও ২ ছক্কায় ৬৬ রানে অপরাজিত আছেন। তারা দুজন আগামীকাল সোমবার চতুর্থ দিনে ব্যাট করতে নামবেন।আরো পড়ুন:কানতারা টু: ১০ দিনে আয় ৭৫৮ কোটি টাকাতৃষার বিয়ে? তাদের আগে ত্যাগনারায়ণ...