পেনাল্টি মিস করে হতাশার মধ্যে ডুবে গিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু সেই হতাশা দূর করে শেষ মুহূর্তে নায়ক হয়ে উঠলেন রুবেন নেভেস। তার ইনজুরি-টাইম গোলেই পর্তুগাল শনিবার দিবাগত রাতে নাটকীয়ভাবে ১-০ ব্যবধানে হারিয়েছে রিপাবলিক অব আয়ারল্যান্ডকে। আর ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে পর্তুগীজরা। লিসবনের জোসে আলভালাদে স্টেডিয়ামে যেন দেজা ভু। চার বছর আগেও এই আয়ারল্যান্ডের বিপক্ষে যোগ করা সময়ে জোড়া গোল করে নায়ক হয়েছিলেন রোনালদো। এবারও শেষ মিনিটেই জয় ছিনিয়ে নিলেন তার সতীর্থ নেভেস, যেন সেই স্মৃতি নতুন করে ফিরে এলো।আরো পড়ুন:আলবার বিদায়ী রাতে মেসির রেকর্ডদক্ষিণ কোরিয়ার জালে ব্রাজিলের ৫ গোল এই ম্যাচের ৭৫ মিনিটে স্লোভাক রেফারি ইভান ক্রুজলিয়াক পেনাল্টির বাঁশি বাজান। এ সময় ফ্রান্সিসকো ত্রিনকাওয়ের শটে দারা ও’শিয়ার হাতে লেগেছিল বল। সবাই যখন ধরে নিয়েছে রোনালদোই...