নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ||রাইজিংবিডি.কম চট্টগ্রাম সার্কিট হাউসে সিইসি স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন ‘সুষ্ঠু’, ‘নিরাপদ’ ও ‘স্বচ্ছ’ হয়, সেই লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, ‘‘আমরা রাতের অন্ধকারে ভোট চাই না। চাই একটি পরিষ্কার-পরিচ্ছন্ন, সবার দৃষ্টিগোচর নির্বাচন।’’ রবিবার (১২ অক্টোবর) চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।আরো পড়ুন:‘পিআর পদ্ধতিতে সব ভোটের মূল্যায়ন হবে’আয়নার মতো স্বচ্ছ ভোট করতে চাই: সিইসি সিইসি বলেন, ‘‘নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য চ্যালেঞ্জগুলো নিয়ে ইসি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। বিশেষ করে নিরাপত্তা, হিল এলাকায় সাম্প্রতিক মব ভায়োলেন্স এবং সোশ্যাল মিডিয়ার অপব্যবহার— এ সব ইস্যু গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’’...