গতকাল পঞ্চগড় জেলা শহরের শেরেবাংলা পার্কসংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎ চলে যাওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ক্ষিপ্ত হয়ে পড়েন। সারজিস আলম তার বক্তব্যে বলেন, “এর আগেও পঞ্চগড়ে এনসিপির প্রোগ্রাম চলাকালে বিদ্যুৎ গেছে। নেসকোর যে মালিক তাকে এবং তার বাপকে জবাব দিতে হবে, প্রোগ্রাম চলাকালে, এটা কেন হয়? এক দিন হইতো, দুই দিন হইতো কিচ্ছু বলতাম না, তিন দিনের তিন দিনই এটা হইছে। যারা এটা করছে, তারা হচ্ছে রাজনৈতিক…। এই রাজনৈতিক দেউলিয়াদের আমরা দেখে নিব, তাদের কলিজা কত বড় হইছে। কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব।”আরো পড়ুন:নীল সমুদ্রে চুম্বনে মগ্ন কেটি পেরি-জাস্টিন ট্রুডোপাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তীব্র সংঘর্ষ সারজিস আলমের এই বক্তব্য দ্রুত সময়ের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। নেটিজেনরা এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। শোবিজ...