ময়মনসিংহ থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। পরিবহনশ্রমিক ও এনসিপি নেতা–কর্মীদের পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচির জেরে রবিবার সকাল থেকে ময়মনসিংহের সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন চাকরিজীবী, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা। রবিবার সকালে ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই থেকে ঢাকাগামী নির্মাণশ্রমিক রঞ্জু মিয়া মাসকান্দা বাস টার্মিনালে এসে দেখেন, কোনো বাসই ছেড়ে যাচ্ছে না। তিনি বলেন, “যানবাহনের মালিক–শ্রমিকেরা প্রশাসনের সঙ্গে কথা বলুক, কিন্তু বাস বন্ধ করে যাত্রীদের কেন কষ্ট দিচ্ছে? এখন খুব টেনশন হচ্ছে, কীভাবে ঢাকায় যাব?” গত শুক্রবার সন্ধ্যায় এনসিপির জুলাইযোদ্ধা আবু রায়হানকে ইউনাইটেড পরিবহনের শ্রমিকের হাতে লাঞ্ছিত করার অভিযোগকে কেন্দ্র করে এই অচলাবস্থা শুরু হয়। ঘটনার প্রতিবাদে এনসিপির নেতা–কর্মীরা মাসকান্দা টার্মিনালে অবস্থান নেন। পরদিন শনিবার শ্রমিকরাও পাল্টা বিক্ষোভে নামেন এবং দুপুর থেকে...