সাতক্ষীরায় মামলার তদন্তকারী পিবিআই কর্মকর্তা এসআই বায়জিদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে এক নারী। রোববার জেলার উপজেলার মানিকনগর গ্রামের মৃত সামসুল হক গাজির মেয়ে রেকসানা খাতুন এ সংবাদ সম্মেলন করেন। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমার পিতা এক পুত্র শফিকুর রহমান, তিন কন্যা (১) নাসিমা খাতুন (২) পারভিনা খাতুন (৩) রেকসনা খাতুন ও এক স্ত্রী রহিমা খাতুনকে ওয়ারিশ রেখে মৃত্যুবরণ করেন। আমার পিতার মৃত্যুঅন্তে আমি রেকসনা নামজারী মাধ্যমে ১ একর ২০ শতক সম্পত্তি প্রাপ্ত হই। উক্ত সম্পত্তি আমার ভাই শফিকুর রহমানের নিকট দাবী করিলে তিনি জমি দিবেনা বিভিন্ন ধরনের হুমকী ধামকি দিতে থাকে। এক পর্যায়ে আমি আমার ভাই শফিকুর রহমানের বিরুদ্ধে আর.বি.এস ৪১৯ নং দাগসহ আরও ভিন্ন ভিন্ন দাগে ১ একর ২০ শতক জমি দাবি করিয়া সাতক্ষীরা জেলা ম্যাজিষ্টেট আদালতে ৮৫৬/২৪...