শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো হেমাটোলজি ল্যাবরেটরি চালু করা হয়েছে। একই সঙ্গে হাসপাতালের প্যাথলজি ল্যাব সম্প্রসারণ করে আধুনিক মানের ল্যাবরেটরি মেডিসিন বিভাগ উদ্বোধন করা হয়েছে। উভয় ল্যাবেই চালু হয়েছে অটোমেশন প্রযুক্তি, যা দ্রুত ও নির্ভুল পরীক্ষার নতুন দিগন্ত খুলে দিয়েছে।রোববার (১২ অক্টোবর) সকাল ১০টায় দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে হাসপাতালের এই তিনটি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীর। মূল ভবনের দ্বিতীয় তলার ডি-ব্লকে উদ্বোধনের পর সার্জারি সেমিনার হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ক্লিনিক্যাল প্যাথলজিস্ট ডা. আফসানা সাবরিন বলেন, হাসপাতালের প্যাথলজি ল্যাব সম্প্রসারণ করে আধুনিক মানের ল্যাবরেটরি মেডিসিন বিভাগ চালু করা হয়েছে। এতে রোগ নির্ণয় আরও দ্রুত, নির্ভুল ও স্বচ্ছভাবে করা সম্ভব হবে।তিনি জানান, নতুন বিভাগে অটো-অ্যানালাইজার মেশিন, রক্ত গণনা ও জমাট বাঁধার মেশিন,...