সপ্তাহ খানেক পর ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হতে যাচ্ছে ওয়ার্ল্ড আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপ। তবে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না ইসরায়েলের প্রতিযোগিরা। স্বাগতিক ইন্দোনেশিয়া তাদের ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইসরায়েল জিমন্যাস্টিকস ফেডারেশন এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে। তাদের দাবি, এ ধরনের আচরণ আন্তর্জাতিক ক্রীড়ার মৌলিক নীতির পরিপন্থী এবং এটিকে ক্রীড়া বিশ্বে পক্ষপাতদুষ্ট আচরণের উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েল আইনের আশ্রয় নিয়ে বিষয়টি মোকাবেলার সিদ্ধান্ত নিয়েছে। দেশটির জিমন্যাস্টিকস ফেডারেশন ইতোমধ্যেই আন্তর্জাতিক ক্রীড়া আদালতে জরুরি আপিল করেছে। ইন্দোনেশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয় ইসলামিক সংগঠন ও জাকার্তা সিটি গভর্নমেন্ট ইসরায়েলের অংশগ্রহণে আপত্তি জানিয়েছিল। এর প্রেক্ষিতে দেশটি এই সিদ্ধান্ত নিয়েছে। এর আগে অন্যান্য ইভেন্টেও ইসরায়েলকে নিষিদ্ধ করার দাবি উঠেছে। মূলত ফিলিস্তিনে গণহত্যার...