জাকার্তায় শুরু হচ্ছে বিশ্ব আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপ। আগামী ১৯ অক্টোবর ইন্দোনেশিয়ার রাজধানীতে এই প্রতিযোগিতা শুরু হওয়ার কথা। কিন্তু তার আগেই বড় এক সিদ্ধান্ত নিয়েছে আয়োজক দেশ ইন্দোনেশিয়া— ইসরায়েলি জিমন্যাস্টদের ভিসা দেবে না তারা। শুক্রবার দেশটির সরকার জানায়, ইসরায়েলি খেলোয়াড়দের জাকার্তায় প্রবেশের অনুমতি দেওয়া হবে না। ইসরায়েল জিমন্যাস্টিকস ফেডারেশন ইন্দোনেশিয়ার এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে। এক বিবৃতিতে তারা বলেছে, “এটি শুধু খেলাধুলায় পক্ষপাতিত্বের উদাহরণ নয়, বরং আন্তর্জাতিক ক্রীড়া নীতিরও লঙ্ঘন। আমরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই চালাব।” ইসরায়েল ইতিমধ্যেই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে জরুরি আবেদন করেছে। ইন্দোনেশিয়া জানিয়েছে, স্থানীয় ইসলামি সংগঠন ও জাকার্তা সিটি সরকারের আপত্তির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ইসরায়েলের অলিম্পিক স্বর্ণজয়ী খেলোয়াড় আরতেম দোলগোপিয়াতসহ দেশটির অনেক জিমন্যাস্ট এবার প্রতিযোগিতায় অংশ নিতে পারছেন না। সরকারি সূত্র...