আফগানিস্তান এবং পাকিস্তানের বাহিনীর মধ্যে চলমান সংঘর্ষ নিয়ে কাতার, সৌদি আরব ও ইরানসহ আঞ্চলিক দেশগুলোর প্রতিক্রিয়ার পর শত্রুতা বন্ধ হয়েছে। রোববার (১২ অক্টোবর) কাবুলভিত্তিক টোলো নিউজ এ খবর জানিয়েছে।সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, আফগান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেছেন, কাতার ও সৌদি আরবের অনুরোধে উভয় পক্ষের মধ্যে শত্রুতা বন্ধ করা হয়েছে। তবে তিনি সতর্ক করেন, পাকিস্তানের পরবর্তী যে কোনো পদক্ষেপের জন্য আফগানের পক্ষ থেকে যথাযথ প্রতিক্রিয়া জানানো হবে।মুখপাত্র মুজাহিদ আরও বলেন, 'কাতার এবং সৌদি আরব উভয়ই যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে। আফগানিস্তানের ইসলামিক আমিরাত যুদ্ধ বন্ধ করে সেটি মেনে নিয়েছে। তবে আজ সকালে আমরা খবর পেয়েছি, পাকিস্তানের পক্ষ থেকে আক্রমণ চালানো হয়েছে। যদি এই আক্রমণ অব্যাহত থাকে, তাহলে আফগানিস্তান তার ভূখণ্ড রক্ষা করার অধিকার সংরক্ষণ করে।'এদিকে, পৃথক বিবৃতিতে মুসলিম...