Scion Asset Developer presents এসএসসি ৯৮-এইচএসসি ২০০০ ফ্রেঞ্চাইজি ফুটবল টুর্নামেন্ট -২০২৫ (সিজন-৬)-এর ট্রফি ও জার্সি উন্মোচন প্রোগ্রাম শনিবার (১১ অক্টোবর) অনুষ্ঠিত হয় । প্রতি বছরের মতো এবারও মাঠে নামতে যাচ্ছে Scion Asset Developer ltd এসএসসি ১৯৯৮ ও এইচএসসি ২০০০ ফ্রেন্ডস গ্রুপ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট। ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টটি শুরু হবে আগামী ১৭ ও ১৮ই অক্টোবর। SSC_98 HSC_00 Friends Group আয়োজিত 98_00 Franchise Football Tournament, 2025, Season-6 হবে ২ দিন ব্যাপি। ভেন্যু হিসাবে থাকবে ঢাকার প্রানকেন্দ্রে অবস্থিত গুলশান ইউথ ক্লাব ফুটসাল মাঠ। প্রথমবারের মতো Bangladesh SSC 98 Friends Foundation অত্যন্ত আনন্দের সাথে তাদের জুনিয়র-৯৮ এর দল ঘোষণা করছে, অথাৎ এই গ্রুপের বন্ধুদের সন্তানদের নিয়ে গড়ে তোলা হয়েছে জুনিয়র-৯৮। আগামী ১৮ অক্টোবর ২০২৫ তারিখ আমাদের ফুটবল টূর্নামেন্ট এর ফাইনালের...