The World Goes On মূল হাঙ্গেরিও ভাষাতে রচিত লাস্লো ক্রাস্নাহর্কাই-এর একুশটি ছোটগপ্লের সংকলন। প্রকাশকাল ২০১৩, এবং গল্পসংকলনটির ইংরেজি অনুবাদ প্রকাশিত হয় ২০১৭ সালে। বক্ষ্যমাণ অনূদিত গল্পটি ২০১৭ সালে প্রকাশিত ইংরেজি অনুবাদের বাংলা ভাষান্তর। The World Goes On-এ সংকলিত গল্পগুলি উপন্যাসের পরিচ্ছেদের মতো করে সাজানো, অর্থাৎ গল্পগুলোর ভেতর এক ধরনের ঢিলেঢালা ধারাবাহিক সংযুক্তি আছে, এবং তাই এই গল্পগুলো চারিত্রিকভাবে সনাতন সংজ্ঞা মেনে লেখা নয়, আর তাই The World Literature Today পত্রিকা বলছে এটি প্রকৃত অর্থে উপন্যাসও নয় আবার ছোট গল্পের সংকলনও নয়। অরও লক্ষ্যনীয় হলো এই সংকলনের গল্পগুলো একে অপরের সাথে সংযোজিত দার্শনিক এবং পরাবাস্তব অস্তিত্ববাদের সুরে। অস্তিত্ববাদের বিষয়টি বিধৃত হয়েছে সময়, ভীতি, এবং বাস্তবতার সংমিশ্রণে। যেমন বর্তমান অনূদিত গল্পটির অনুষঙ্গ হিসাবে আমরা পাই ফ্রেডেরিক নিতশে-কে যিনি বর্তমানের কোনো চরিত্র নন।...