টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বহুরিয়া বাজার থেকে নিখোঁজ হয়েছেন মানসিক ভারসাম্যহীন সজীব সিকদার (২৫) নামে এক যুবক। নিখোঁজের চারদিন পেরিয়ে গেলেও এখনো তাঁর সন্ধান পায়নি পরিবার। সজীবের সন্ধান চেয়ে আকুতি জানিয়েছেন তাঁর পরিবার। সজীবের মা ফুলমালা বেগম জানিয়েছেন, গত বুধবার (৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে সজীব নিখোঁজ হন। সজীব মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের বহুরিয়া গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে। ফুলমালা বেগম বলেন, “সজীব বহুরিয়া বাজারে গিয়েছিলেন। এরপর আর বাড়িতে ফিরেনি। সে মানসিক ভারসাম্যহীন, শুধু নাম বলতে পারে, ঠিকানা বলতে পারে না। পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি।” নিখোঁজের সময় সজীবের পরনে ছিল বেগুনি কালারের শার্ট এবং টাওজার। তার গায়ের রঙ ফর্সা, উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, মুখমণ্ডল গোলাকার।...