পাঁচ দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের দ্বিতীয় দফার ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশের সব জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরবার স্মারকলিপি প্রদান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রোববার (১২ অক্টোবর) দুপুর ১২টা থেকে দুপুর দেড়টার মধ্যে একযোগে ম্মারকলিপি প্রদান করা হয়।জেলা প্রশাসকরা সরকারের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন। স্মারকলিপিতে এ সরকার গঠনের প্রেক্ষাপট ও কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে স্মরণ করিয়ে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টের সফল গণঅভ্যুত্থানের পর জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে আপনার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সরকার দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রের প্রয়োজনকে সামনে রেখে জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার ও স্বৈরাচার ফিরে আসার সব পথ রুদ্ধ করার প্রত্যয় নিয়ে কাজ শুরু করেন। গঠিত হয় বিভিন্ন সংস্কার কমিশন। কমিশনগুলোর সুপারিশের ভিত্তিতে জাতীয় ঐকমত্য কমিশন...