গাজা যুদ্ধের ফলে ইহুদিবাদী শাসনব্যবস্থার এক ট্রিলিয়ন শেকেলেরও বেশি ক্ষতি হয়েছে, যার ফলে অভূতপূর্ব বাজেট সংকট, বিনিয়োগকারীদের আস্থা হ্রাস পেয়েছে এবং ইসরাইলের আর্থিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে।ইসরাইলি সেনাবাহিনী প্রধানের প্রাক্তন আর্থিক উপদেষ্টা "রাম আমিনাখ" এবং ইসরাইলের যুদ্ধ মন্ত্রণালয়ের বাজেট বিভাগের প্রধানের ধারণা গাজা যুদ্ধের মোট ব্যয় এক ট্রিলিয়ন শেকেলেরও বেশি (ইসরায়েলি মুদ্রা) হয়েছে। এটা ইসরাইল প্রতিষ্ঠার পর থেকে ইহুদিবাদী যুদ্ধ মন্ত্রণালয়ের সর্বোচ্চ আর্থিক বোঝা।আমিনাখ ইসরাইলের চ্যানেল ৭ টেলিভিশনকে বলেন: যুদ্ধে সরাসরি সামরিক ব্যয় ২২০ বিলিয়ন শেকেলে পৌঁছেছে, যার মধ্যে রয়েছে অপারেশনের খরচ, বিভিন্ন ফ্রন্টে মোতায়েন বাহিনীর গোলাবারুদ এবং লজিস্টিক সরঞ্জাম পরিবর্তন ও ক্ষতিগ্রস্ত যুদ্ধ সরঞ্জাম মেরামত।কয়েক সপ্তাহ ধরে হিব্রু অর্থনৈতিক প্রতিবেদনে সতর্ক করে দেওয়া হয়েছে যে, কর রাজস্ব হ্রাস এবং সামরিক ও সামাজিক ব্যয় বৃদ্ধির কারণে যুদ্ধের খরচের পরিমাণ মন্ত্রিসভার...