তিনি বলেন, “আজ যারা এখানে উপস্থিত, সবাই নেতৃত্বস্থানীয়। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আসন্ন নির্বাচনে ধানের শীষের জয় নিশ্চিত করতে হবে যেকোনো মূল্যে, ইনশাআল্লাহ।” বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির কথা উল্লেখ করে ইশরাক বলেন, এই দফাগুলো বাস্তবায়নের মধ্য দিয়েই নতুন বাংলাদেশের ভিত্তি স্থাপিত হবে। তিনি বলেন, “আমরা গণতন্ত্রের কথা বলছি, সংস্কারের কথা বলছি, মানুষের জীবনমান উন্নয়নের কথা বলছি। এগুলো বাস্তবায়ন করতে হলে সবাইকে মাঠে থাকতে হবে।” ঢাকার ঐতিহ্যবাহী আসনকে বিএনপির দুর্গ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “১৯৯১ সালে এখান থেকে শেখ হাসিনা পরাজিত হয়েছিলেন। ৯৬ সালে ঢাকার আটটি আসনের মধ্যে কেবল এই আসনেই জয় পেয়েছিল বিএনপি। তাই এই আসন আমাদের যেকোনো মূল্যে ধরে রাখতে হবে।” নির্বাচনকে ঘিরে দলের সাংগঠনিক প্রস্তুতি প্রসঙ্গে ইশরাক বলেন, “আমরা...