সাতক্ষীরার তালার উথালী গ্রামে ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে ব্যাবসায়ীকে হত্যার চেষ্টা অভিযোগ উঠেছে। হামলায় আহত উথালী গ্রামের ব্যবসায়ী অমল রায় (ছোট খোকন) কে তালা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে তালা থানা পুলিশ।রোববার (১২ অক্টোবর) সকাল সোয়া ৬ টার দিকে তালা উপজেলার উথালী গ্রামে এ ঘটনা সংঘটিত হয়।অমল রায় (ছোট খোকন) এর পুত্র পান্না কুমার রায় জানান, তার পিতার সঙ্গে কলারোয়া কেড়াগাচী গ্রামের রশিদ কাটোয়ারীর পুত্র মোঃ তরিকুল ইসলামের ব্যবসায়িক এক লাখ টাকা লেনদেন নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে তার পিতা হাঁটতে গেলে ৭ জনের একটি দল সংঙ্গবদ্ধ হয়ে তাকে পিছন দিক থেকে আক্রমণ করে। হামলাকারীরা তার মাথায় জিন্স কাপরের ব্যাগ ঢুকিয়ে এবং মুখে কিল-ঘুষি মারতে থাকে। এছাড়া মুখের ভিতরে হাত ঢুকিয়ে জিহ্বা টানার...