ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে ৫ দফা দাবিতে বিক্ষোভ ও স্মারক লিপি প্রদান করেছেন ভোলা জেলা জামায়াতে ইসলামী। রবিবার (১২ অক্টোবর) বিকাল ৩টার দিকে ভোলা প্রেসক্লাব চত্বর থেকে কাবিন মসজিদ পর্যন্ত দীর্ঘ লাইনে এ কর্মসূচিতে হাজার হাজার নেতাকর্মীরা অংশগ্রহণ করে।বিক্ষোভ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর ৫ দফা দাবি সম্বলিত স্মারকলিপি হস্তান্তর করে দলটির নেতাকর্মীরা৷স্মারকলিপিতে যে দাবিগুলো তুলা হয়, জুলাই সনদের আলোকে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন ও গণভোটের আয়োজন করা, সংসদে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, অতীতের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার করা, জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা।এ সময় উপস্থিত ছিলেন, ভোলা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম, ভোলা-২ এর মুফতি মাওলানা ফজলুল করিম, ভোলা-৩ এর নিজামুল হক...