নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলায় রেললাইনের পাশে রিয়াজুল (২৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ পাওয়া গেছে। রোববার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার লোহাগড়া ইউনিয়নের কালনা-কামঠানা এলাকায় মরদেহটি পাওয়া যায়।নিহত রিয়াজুল লোহাগড়া উপজেলার কুমোরকান্দা গ্রামের মৃত ফজলে মোল্যার ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বেনাপোল-ঢাকা রেললাইনের লোহাগড়া এলাকার কালনা-কামঠানা এলাকায় রোববার বিকেলে ওই যুবককে বসে থাকতে দেখেন স্থানীয়রা। এর কিছু সময় পর বেনাপোল থেকে ঢাকাগামী ট্রেন সেখান দিয়ে চলে যায়। এরপর রেললাইনের পাশে ওই যুবকের রক্তাক্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। তবে, তিনি আত্মহত্যা করেছেন...