শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ভেঙে নতুন দুটি পৃথক অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত দিয়েছে। নতুন দুটি অধিদপ্তরের মধ্যে একটি হবে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, অন্যটি হবে কলেজ শিক্ষা অধিদপ্তর। প্রধান উপদেষ্টা ইতিমধ্যে এ বিষয়ে সম্মতি দিয়েছেন। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সিফাত উদ্দিনের স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। নতুন দুটি অধিদপ্তরের পূর্ণাঙ্গ অর্গানোগ্রাম ও কার্যতালিকা প্রণয়ের জন্য ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে প্রস্তাবপত্র মন্ত্রণালয়ে জমা দিতে বলা হয়েছে। কমিটিতে আহ্বায়ক হিসেবে থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব (সরকারি মাধ্যমিক অধিদপ্তর) এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন উপসচিব/সিনিয়র সহকারী সচিব (সরকারি মাধ্যমিক-১)। সদস্যদের মধ্যে থাকবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (সরকারি কলেজ-১), জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধি, অর্থ...