১২ অক্টোবর ২০২৫, ০৮:৫২ পিএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ০৮:৫২ পিএম ফেনীর ছাগলনাইয়ায় সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার আয়োজনে শিক্ষা উপকরণ, ফলজ ঔষধি চারা গাছ, সার ও দুস্থদের মাঝে চাউল বিতরণ এবং গুণীজনদের মাঝে সম্মাননা স্মারক বিতরণ করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ছাগলনাইয়া উপজেলা শাখার সভাপতি এম জি কিবরিয়া মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক মুন্সী রফিকুল আলম মজনু। সংস্থার সম্পাদক দেলোয়ার হোসেন রাজিব ও নির্বাহী সদস্য রেজাউল করিম লাকি এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গ্রাম বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ, নির্বাহী কমিটির সদস্য জালাল উদ্দিন মজুমদার, ফেনীর সমিতি ঢাকার আহ্বায়ক আব্দুল্লাহ চৌধুরী, ছাগলনাইয়া...