রাজধানীর ডেমরায় স্টাফ কোয়ার্টার-হাজিনগর ব্রিজ এলাকা থেকে অর্ধশতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে ডেমরা থানা পুলিশ। রোববার (১২ অক্টোবর) সন্ধ্যায় থানা পুলিশের উদ্যোগে পরিচালিত এই অভিযানে ব্রিজের দুই পাশে স্থাপিত দোকানপাট ও হকারদের স্টল সরিয়ে দেওয়া হয়। স্থানীয়দের দাবি পূরণ ও লাখো মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিতের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান। তার নেতৃত্বে পরিচালিত অভিযানে ব্রিজের উভয় প্রান্তের প্রবেশমুখে থাকা অবৈধ দোকান ও অটোরিকশা-ইজিবাইক স্ট্যান্ডও উচ্ছেদ করা হয়। এ সময় হাজিনগর এলাকায় যানজট সৃষ্টি করা ব্যাটারিচালিত যানবাহনগুলো সরিয়ে দেওয়া হয় এবং ভবিষ্যতে ওই স্থানে না দাঁড়ানোর জন্য কড়া নির্দেশনা দেওয়া হয়। অভিযান প্রসঙ্গে ওসি মো. মাহমুদুর রহমান বলেন, স্টাফ কোয়ার্টার-হাজিনগর ব্রিজ দিয়ে প্রতিদিন অন্তত চার লাখ মানুষের চলাচল হয়। অথচ...