রাজধানীর নিউমার্কেট সিটি কমপ্লেক্সে তালা ভেঙে প্রায় ২১ লাখ টাকা চুরির ঘটনায় চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামির নাম–মো. আলিম হাওলাদার। গ্রেপ্তারকালে তার কাছ থেকে চুরি হওয়া টাকার একটি অংশ এবং চুরির কাজে ব্যবহৃত একটি কাটা শাবল উদ্ধার করা হয়েছে। নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মাহফুজুল হক এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ৭ অক্টোবর দায়ের হওয়া চুরি মামলার (নিউমার্কেট থানার মামলা নং-০৩/২০২৫, ধারা ৩৮০/৪৬১ পেনাল কোড) তদন্তে নামার পর পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় ১০ অক্টোবর ভোরে বরগুনা জেলার বামনা থানার পূর্ব বলায় বুনিয়া গ্রাম থেকে আসামি মো. আলিম হাওলাদারকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আলিম হাওলাদার পিরোজপুর জেলার ইন্দুরকান্দি থানার টগরা গ্রামের বাসিন্দা। ওসি জানান, আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে প্রথমে নগদ ৩০ হাজার টাকা এবং পরবর্তীতে আরও ১ লাখ ১০ হাজার...